এপিক পাবলিক স্কুলের উপর একটি কবিতা। কলমে – সৌম্যশ্রী পাল, বাংলা শিক্ষিকা ।
এপিকের আত্মকথা
শহরটির ওই মধ্যিখানে,লম্বা দীঘির পাড়ে
গড়ে উঠেছিলাম আমি ২০১৭ সালে।
অল্প কিছু ছাত্রছাত্রী,অল্প শ্রেণীকক্ষ;
পথ চলা শুরু হলো,নিয়ে অনেক স্বপ্ন।
তিলে তিলে বড় হলাম ,ভরসা জোগালাম সবার;
কয়েকদিনেই সুখ্যাতি ছড়ালো কোচবিহার।
ছাত্রছাত্রী বাড়তে লাগলো, বাড়লো অনেক দায়িত্ব,
কচিকাচাদের হাসিমুখে মন ভরে উঠতো।
এই ভাবেই কেটে গেলো গোটা বছর সাতেক,
মুকুটে আমার জুড়তে থাকলো,সেরার পালক অনেক।
বাড়তে থাকলো শ্রেণীকক্ষ,বাড়লো বাড়ির তল,
সম্পর্কগুলো হয়ে উঠলো মজবুত আর অটল।
নতুন একটি ঠিকানা হলো নাম কাকরিবাড়ি,
শ’ খানেক পড়ুয়া নিয়ে দিলাম সেথায় পাড়ি।
এবার আমার নাম ছড়ালো দেশের নানা প্রান্তে,
অধ্যক্ষা ও অধিকর্তা ছুটলেন, সেরার পুরস্কার আনতে।
নতুন নানা বিষয়ের চর্চা হলো শুরু,
হাতেকলমে শিখল কৃষি, শিষ্য থেকে গুরু।
অনেক দূরের পথ পেরোনো এখনো রয়েছে বাকি,
নিত্য তাই মনের মাঝে নতুন স্বপ্ন আঁকি।
সেই স্বপ্নের তরী বেয়ে পেরোবো হাজার পথ,
সঙ্গে যদি থাকে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ।