এই কবিতাটি প্রজাপতিদের মনোমুগ্ধকর সৌন্দর্য এবং স্বাধীনতা উদযাপন করে, তাদের স্পন্দনশীল রঙ, বিভিন্ন ফুলের মধ্যে তাদের উড়ান এবং খোলা আকাশের নীচে তাদের উদাসীন অস্তিত্বকে তুলে ধরে। কলমে ঋতিষা সাহা, ষষ্ঠ শ্রেণী।
প্রজাপতি
প্রজাপতি প্রজাপতি,
পাখা মেলে ওড়ে।
নানা রঙে, নানা ফুলে
মধু খেয়ে ঘোরে।
বাঁশ বন,কাশ বন
নেই কোথাও মানা;
সারাদিন উড়ে বেড়ায়
জানা অজানা।
লাল, নীল, সবুজ, হলুদ
রং-বেরঙের পাখা,
খোলা আকাশের নীচে
মেলে রাখে ডানা ।।
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1