আমি আমি ও আমার গল্প তে, কাব্যিক ছন্দে নিজের ব্যক্তিত্বকে তুলে ধরেছে এপিক পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী পৃথা ঘোষ।
আমি ও আমার গল্প
আমি কিছুটা খাম-খেয়ালি।
নাচ করতে ভালোবাসি,
কখনো দুষ্টু কখনও মিষ্টি হাসি।
কখনো বা ভারী পাজি,
মা বলে আমি কিছুটা অভিমানি
রাগটা আমার বেশী।
কখনো রিক্ত, কখনো পরিপূর্ণ,
কখনো আবার কষ্টের, আঁধারের নিশি।
আমি কিছুটা স্বপ্নবিলাসী,
কখনো বিচূর্ণ, কখনো বিদুর্ণ,
মায়ের ভালোবাসার হাসি।
বাবার সাথে বসে
বাবার স্বপ্নের জন্য উড়ি।
What’s your Reaction?
+1
+1
4
+1
1
+1
+1
+1