এপিক পাবলিক স্কুলের হাই স্কুল ক্যাম্পাস ভারতের অন্যতম সেরা CBSE স্কুল। কোচবিহারের এই স্কুলে ব্যক্তিগত মূল্যায়ন, ইনোভেশন ল্যাব, পাবলিক স্পিকিং প্রশিক্ষণ, এবং বিশেষ IIT Coaching সহ আধুনিক শিক্ষার নানা সুযোগ রয়েছে। আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অসাধারণ সাফল্য অর্জন করেছে।
কিছু বিশেষ কারণ যা এপিক পাবলিক স্কুলের হাই স্কুল ক্যাম্পাসকে ভারতের অন্যতম সেরা CBSE স্কুলে পরিণত করেছে।
১. এই স্কুল একমাত্র স্কুল যেখানে বাচ্চাদের জন্য IIT Coaching শুরু করা হয়েছে।
২. এই স্কুল একমাত্র স্কুল যেখানে প্রত্যেকটা বাচ্চার সাবজেক্ট ধরে ধরে ইন্ডিভিজুয়াল এসেসমেন্ট করা হয়। এখানে একটি এনালিটিক্যাল টুল ব্যবহার করা হয় যেটি একেবারে অনন্য!
৩. অংক আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরে অংকের বেসিক এবং অ্যাডভান্স দুটো আলাদা আলাদা ক্লাস নাওয়া হয়।
৪. এপিক পাবলিক স্কুলে English-এর প্রতি গুরুত্ব খুব দাওয়া হয় তার একটি প্রমাণ হলো আমাদের ক্রিয়েটিভ রাইটিং ক্লাস যা আর কোনও স্কুলে করানো হয় না। আমাদের ওয়েবসাইট www.epicwords.in এ গিয়ে বাচ্চাদের লেখা পড়লেই আপনারা বুঝতে পারবেন আমাদের বাচ্চাদের English এর মান।
৫. আমাদের স্কুল কোচবিহারে একমাত্র স্কুল যেখানে পাবলিক স্পিকিং-এর স্পেশাল ট্রেনিং দাওয়া হয়।
৬. আমাদের স্পেশাল প্রজেক্ট “ইনোভেশন ল্যাব” আমাদের প্রত্যেক বাচ্চার মধ্যে ক্রিয়েটিভ স্কিল বাড়াতে সাহায্য করেছে। এছাড়াও হাতে কলমে বিজ্ঞান শিক্ষা এখানে দাওয়াও হয়। তার প্রমাণ IIT গুয়াহাটি তে আমাদের বাচ্চাদের প্রজেক্ট গুলোর সমাদর পাওয়া।
৭. এছাড়াও জাতীয় স্তরের যে কোনও পরীক্ষায় আমাদের বাচ্চাদের নজর কারা সাফল্য অবশ্যই আমাদের ভালো পড়াশুনার প্রমাণ। সারা বছর ধরে আয়োজিত অলিম্পিয়াড গুলোতে আমাদের বাচ্চাদের সাফল্য প্রমাণ করে আমরা সঠিক দিকেই এগোচ্ছি।
৮. এপিক পাবলিক স্কুলের শিক্ষার্থীরা কেন্দ্রীয় সরকারের দ্বারা আয়োজিত বিজ্ঞান পরীক্ষা ভারতীয় বিজ্ঞান মন্থনে অসাধারণ ফলাফল করেছে। আমাদের সপ্তম শ্রেণীর ছাত্র কোরক মিত্র কোচবিহার জেলায় প্রথম স্থান অধিকার করেছে এবং কোচবিহারের বাকি সকল স্কুলের শিক্ষার্থীদের ছাড়িয়ে গেছে। এটি আবারও প্রমাণ করে যে এপিক পাবলিক স্কুলের একাডেমিক পারফরম্যান্স ভারতের অন্য যেকোনো সেরা স্কুলের সমতুল্য।
৯. এপিক পাবলিক স্কুল উত্তরবঙ্গের প্রথম এবং একমাত্র স্কুল যেটি দুবার পর পর Telegraph Excellence Award পেয়েছে। এবং এটি একমাত্র স্কুল যেটি দিল্লি থেকে Innovative School Award জিতেছে।
১০. এটি এমন একটি স্কুল যেখানে স্পেশাল পেরেন্টিং কাউন্সেলিং দাওয়া হয় যা আর কোথাও দাওয়া হয় না।
১১. আমাদের স্কুলে কুইজ একটু গুরুত্বপূর্ণ সাবজেক্ট যা বাচ্চাদের সামনের দিনের কম্পিটিটিভ পরীক্ষায় সাহায্য করবে। আমরা নাটশেল নামে একটি কুইজ প্লাটফর্ম বানিয়েছি যেটি বাচ্চাদেরকে কুইজে পারদর্শী করে তুলেছে। আমাদের বাচ্চারা সম্প্রতি শিলিগুড়ির Olivia International School-এ আয়োজিত কুইজ প্রতিযোগিতায় দারুণ সাফল্য পেয়েছে।
১২. এছাড়াও সম্প্রতি দিল্লি থেকে আয়োজিত একটি সমীক্ষায় এপিক পাবলিক স্কুলের একাডেমিক কারিকুলাম এর প্রশংসা করা হয়েছে।
১৩. এছাড়াও আমাদের হাই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার, সাইন্স ল্যাব, ম্যাথমেটিক্স ল্যাব, লাইব্রেরি, ইন্ডোর গেমস রুম, ইনোভেশন ল্যাব দেশের মধ্যে অন্যতম।